রত্যাশা মতই ১ ফেব্রুয়ারি ইন্টারনেটে মুক্তি পেল অমিতাভ চক্রবর্তীর ব্যতিক্রমী ছবি ‘কসমিক সেক্স’। Q-এর ‘গান্ডু’র পর দ্বিতীয় ছবি হিসাবে ইন্টারনেটেই বিশ্বের কাছে আত্মপ্রকাশ ঘটাল এই ছবিটি। www.cosmicsex.in সাইটে গিয়ে সিনেমাটি অনলাইনে দেখা যাবে।
ছবিটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন, ঋ, আয়ুষ্মান মিত্র, মুরারী মুখোপাধ্যায়, পাপিয়া ঘোষাল এবং ঋক। দেহতত্ত্বের মত জটিল বিষয়কে মাথায় রেখেই ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক অমিতাভ চক্রবর্তী। তবে এই জটিল বিষয়কে অপেক্ষাকৃতভাবে অনেকটা সহজ করেই দর্শকদের সামনে উপস্থাপন করছেন তিনি। ‘গান্ডু’র মতো এ ছবিতেও খুবই সাহসী ভূমিকায় দেখা যাবে ঋ-কে। ছবিতে অভিনয়ের সুবাদে ওসিয়ান সিনেফ্যান ফেস্টিভ্যালে শ্রেষ্ট অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন ঋ।
এর আগেও বাংলার ফকিরদের নিয়ে তৈরি একটি তথ্যচিত্র ‘বিশার ব্লুজ’ পরিচালনা করে বিশ্ব চলচ্চিত্র জগতে নিজের স্বাক্ষর রেখেছেন অমিতাভ। এ ছবিতে ফকিরদের দেহতত্ত্বের বিষয়কে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। সূত্র: এই সময় –
ছবিটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন, ঋ, আয়ুষ্মান মিত্র, মুরারী মুখোপাধ্যায়, পাপিয়া ঘোষাল এবং ঋক। দেহতত্ত্বের মত জটিল বিষয়কে মাথায় রেখেই ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক অমিতাভ চক্রবর্তী। তবে এই জটিল বিষয়কে অপেক্ষাকৃতভাবে অনেকটা সহজ করেই দর্শকদের সামনে উপস্থাপন করছেন তিনি। ‘গান্ডু’র মতো এ ছবিতেও খুবই সাহসী ভূমিকায় দেখা যাবে ঋ-কে। ছবিতে অভিনয়ের সুবাদে ওসিয়ান সিনেফ্যান ফেস্টিভ্যালে শ্রেষ্ট অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন ঋ।
এর আগেও বাংলার ফকিরদের নিয়ে তৈরি একটি তথ্যচিত্র ‘বিশার ব্লুজ’ পরিচালনা করে বিশ্ব চলচ্চিত্র জগতে নিজের স্বাক্ষর রেখেছেন অমিতাভ। এ ছবিতে ফকিরদের দেহতত্ত্বের বিষয়কে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। সূত্র: এই সময় –