আমিন মোহাম্মদ
ব্যুরো চীফ
সৌদি আরব
গ্রাম বাংলা নিউজ২৪.কম
রিয়াদঃ সম্প্রতি সৌদি আরবের জেদ্দা মহানগর বিএনপির উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা, গণতন্ত্র, বাংলাদেশী জাতীয়তাবাদ ও শহীদ জিয়া শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার উপদেষ্টা এডভোকেট আহমদ আজম খাঁন।
জেদ্দা মহানগর বিএনপির সভাপতি এমএ আজাদ চয়ন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবদুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্যামপুর-কদমতলী থানা বিএনপির সভাপতি হাজী মীর হোসেন মিরু, নারায়নগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার মাকসুদুল আলম, শ্রমিকদল সভাপতি, বেলায়েত হোসেন, মোহাম্মদ শাহ আলম, হুমায়ূন কবির রানা, এরশাদ আহমেদ, মাওলানা জিয়াউর রহমান, বাহার উদ্দিন বাদল।
মোশারফ হোসেনের পরিচালানায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম, হানিস সরকার, আমজাদ হোসেন, মোহাম্মদ শাহজাহান, আবদুল মান্নান, নূরুল আমিন প্রমুখ।
বক্তারা স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের পাশাপাশি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন।
বক্তারা বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠা করে শহীদ জিয়া দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে ছিলেন এবং প্রবাসে বিশেষ করে সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশের বৈদেশিক মূদ্রা অর্জনের পথ সুগম করে ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় এডভোকেট আহমদ আজম খান দেশের বর্তমান অনির্বাচিত সরকারের কর্মকান্ডের সমালোচনা করে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থাসহ সুশাসন প্রতিষ্ঠার জোর দাবী জানান। পাশাপাশি শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে সকল স্তরের নেতাকর্মীগণকে এক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।