মো: সাজ্জাত হোসেন, নিজেস্ব প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে রবিবার (২৮ ফেব্রুয়ারি) দলীয় প্রতীক নিয়ে এবং ইভিএম পদ্ধতিতে প্রথম কালীগঞ্জ পৌরসভা নির্বাচন সম্পূর্ণ হয়েছে। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ এ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আ’লীগের মনোনীত প্রার্থী এস এম রবিন হোসেন।
কালীগঞ্জে পৌরসভার নৌকার মাঝি রুপে এস এম রবিন হোসেন পেয়েছেন ১৩ হাজার ৭শত ৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো.লুৎফুর রহমান পেয়েছেন ১০ হাজার ২শত ২৫ ভোট। পৌর নির্বাচনে ৩ হাজার ৫শত ৫৯ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আ’লীগের মনোনীত প্রার্থী এস এম রবিন হোসেন।
পাশাপাশি ধানের শীষ প্রতীকে বিএনপি’র মনোনীত প্রার্থী ফরিদ আহমেদ পেয়েছেন ১ হাজার ২শত ৯৭ ভোট, হাত পাখা প্রতীকে পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী মো. চাঁন মিয়া মুন্সী পেয়েছেন ৫শত ২৪ ভোট।
পৌর নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান সম্পর্কে ভোটারদের সাথে কথা বলে জানা যায়, কালীগঞ্জে এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হলেও ভোটারদের ভোট প্রদানে কোনো রকম সমস্যা হয়নি। কারণ গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) প্রতিটি ভোট কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত কিভাবে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করতে হয় তা দেখানো হয়েছে।
সকাল থেকে বিকাল পযর্ন্ত প্রতিটি ভোট কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ০ভোটাররা শান্তিপূর্ণ ভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন। কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি ছাড়াই উৎসব মূখর পরিবেশে পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য যে, পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার ৩৬ হাজার ৬শত ৪০ জন। এর মধ্যে ১৭টি ভোট কেন্দ্রে মোট ১২০টি বুথে ২৫ হাজার ৮শত ৯০ জন ভোটার নিজ ভোট প্রদান করেছেন। যার মধ্যে ৬০টি ভোট বাতিল হয়েছে।