বিএসএফের হাতে ৩ বাংলাদেশি আটক

বাংলার মুখোমুখি সারাদেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফ।

সোমবার ভোর সাড়ে ৫টান দিকে সীমান্তের ৩৭৮ পিলার এলাকার কাছে ভারতীয় ভূ-খ- থেকে ১২১ বিএসএফ ব্যাটালিয়নের চাকলাগড় ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।

আটককৃতরা হলেন, সাদেকুল ইসলাম (২৮), আলম হোসেন (২৩) ও জমির উদ্দিন (১৭)। তাদের সবার বাড়ি  বালিয়াডাঙ্গীর ৪ নম্বর কলোনি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিন ব্যক্তি কাজের সন্ধানে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে। ঠাকুরগাঁওয়ের নাগরভিটা সীমান্ত দিয়ে দেশে ফেরার পথে বিএসএফের হাতে আটক হয়।

আটকদের ফেরত চেয়ে ঠাকুরগাঁও-৩০ বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে.কর্নেল তুষার বিন ইউনুস আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *