ফেনী: ফেনী-বসুরহাট সড়কের দাগনভূঞার দুধমুখা সংলগ্ন তালের চারা নামক স্থানে আওয়ামী লীগের প্রতিবাদ সভা থেকে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে আওয়ামী লীগ ও পৌরসভার মেয়র পদ থেকে বহিস্কার দাবী করেছেন দলের নেতারা।
তারা বলেন, কাদের মির্জা দলীয় নেতাদের সমালোচনা করে বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছেন। তাকে বহিস্কার না করা পর্যন্ত দাগনভূঞার আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথে থাকবেন। আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার সাম্প্রতিক সময়ে আ’লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, জেলা যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ দলের জাতীয় ও স্থানীয় নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবদিন মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, সোনাগাজীর পৌরসভা মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, ছাগলনাইয়ার পৌরসভা মেয়র মো: মোস্তফা, দাগনভুঞা পৌরসভা মেয়র ওমর ফারুক খান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিম উল্যাহ বিকম ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, জেলা ছাত্রলীগ সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ ও সাধারণ সম্পাদক জাবেদ হায়দার, উপজেলা যুবলীগ সভাপতি ও ইয়াকুব পুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ প্রমুখ।