মিয়ানমারের সামরিক জান্তাকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ বলেছেন, নিষ্পেষণ বন্ধ করুন। অভ্যুত্থানের সময় থেকে যে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মুক্তি দিন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জাতিসংঘ মহাসচিব সোমবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক পরিষদে বক্তব্য রাখছিলেন। এ সময় তার কণ্ঠে ক্ষোভ ঝরে পড়ে। মিয়ানমার ইস্যুতে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্রকে হেয় করা হচ্ছে। নৃশংসভাবে শক্তি ব্যবহার করা হচ্ছে। গ্রেপ্তার করা হচ্ছে খেয়ালখুশি মতো।
সব রকমের নিষ্পেষণ চালানো হচ্ছে। নাগরিকদের কথা বলায় বিধিনিষেধ দেয়া হয়েছে। হামলা করা হয়েছে বেসামরিক সাধারণ জনগণের বিরুদ্ধে। জবাবদিহিতা ছাড়াই সংখ্যালঘুদের বিরুদ্ধে চালানো হচ্ছে ভয়াবহ নির্যাতন। এর মধ্যে রয়েছে রোহিঙ্গা জাতি নিধনের মতো ঘটনা। এই তালিকা আরো লম্বা। তাই আমি মিয়ানমারের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাই অবিলম্বে নিষ্পেষণ বন্ধ করুন। বন্দিদের মুক্তি দিন। সহিংসতা বন্ধ করুন। মানবাধিকারের প্রতি সম্মান দেখান। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জনগণ যে রায় দিয়েছে, তার প্রতি সম্মান দেখান।