নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাইয়ের কাছে রেললাইনের ফিশপ্লেট খুলে নেওয়ায় ময়মনসিংহ এক্সপ্রেস নামক একটি ট্রেনের ইঞ্জিন ও অপর দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে মিরসরাইয়ের বড় তাকিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র নিশ্চিত করেছে।
এই ঘটনায় ময়মনসিংহ এক্সপ্রেসের কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।
পূর্বাঞ্চল রেলওয়ের কর্মকর্তা ফিরোজ ইফতেখার জানান, রোববার গভীর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মিরসরাইয়ের বড় তাকিয়া এলাকার রেললাইনের ফিশপ্লেট খুলে নেয়। এই ঘটনার পর ভোরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস নামক ট্রেনটি পথে লাইনচ্যুত হয়। এরপর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী দুটি ট্রেন নোয়াখালীর কাছে আটকা পড়েছে। রেলের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু হয়েছে।