অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড কি ঠিকঠাক কাজ করছে না? আপাতত নিজেদের দেশে ভারতের সেরাম ইনস্টিটিউট–এর তৈরি কোভিশিল্ড টিকা দেয়া বন্ধ রাখল দক্ষিণ আফ্রিকা। ফেব্রুয়ারির শুরুতে এই টিকার ১০ লাখ ডোজ পাঠিয়েছিল পুনের সেরাম ইনস্টিটিউট। সেই টিকাই এখন ফেরাতে চাইছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দেশে অল্প কয়েকজনের ওপর কোভিশিল্ড টিকার ট্রায়াল চালানো হয়েছে। তাতে দেখা গেছে, যে সে দেশে যে প্রজাতির করোনা ভাইরাস রয়েছে, তার মোকাবিলা করতে খুব একটা সমর্থ নয় কোভিশিল্ড৷
অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকেও আগে জানানো হয়েছিল যে, দক্ষিণ আফ্রিকায় যে প্রজাতির করোনার বাড়বাড়ন্ত, তার বিরুদ্ধে লড়াইয়ে সামান্য সক্ষম তাদের টিকা৷ দক্ষিণ অফ্রিকার একটি বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণা তথ্য বিচার করে এই মত প্রকাশ করেছে অ্যাস্ট্রাজেনেকা৷ যদিও সেরাম ইনস্টিটিউট এই নিয়ে মুখ খোলেনি।
কিছুদিনের মধ্যে দেশে করোনা টিকাকরণ শুরু করতে চলেছে দক্ষিণ আফ্রিকা সরকার৷ আপাতত স্থির হয়েছে যে, স্বাস্থ্যকর্মীদের জনসন অ্যান্ড জনসন সংস্থার টিকা দেওয়া হবে৷ তবে শর্তসাপেক্ষে, গবেষণা করে৷
সূত্র : আজকাল