শ্রীপুরে প্রয়াত সাংসদের মৃত্যুবার্ষিকীতে হাজারো নেতাকর্মীর শ্রদ্ধা

Slider গ্রাম বাংলা


রাতুল মন্ডল, নিজস্ব প্রতিবেদক: ছয়বারের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এ্যাড: রহমত আলীর প্রথম মৃত্যুবার্ষিকীতে গাজীপুরের শ্রীপুরে দিনভর নানা কর্মসূচীতে তাঁর পরিবার ও উপজেলা আওয়ামীলীগ দিনটি পালন করেছে।

মঙ্গলবার সকালে প্রয়াত রহমত আলীর কবরের পাশে তাঁর জীবদ্দশায় নির্মিত মসজিদে দিনব্যাপী কোরআনখানী, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী উপস্থিতিতে তার পুত্র জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এ্যাড. জামিল হাসান দূর্জয়, কন্যা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মিলাদ ও দোয়া মাহ্ফিলের পর খাবার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড: নজরুল ইসলাম শেখ, রাজাবাড়ি ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন, জাহাঙ্গীর আলম সিরাজী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, জাতীয় শ্রমিকলীগ শ্রীপুর পৌর শাখার সভাপতি কামরুল হাসান প্রমুখ।

অপরদিকে, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে কোরআন খানী, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান বুলবুলের সভাপতিত্বে যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির হিমুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম মোল্ল্যা ও জেলা আওয়ামীলীগ নেতা কফিল উদ্দিন মন্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *