গাজীপুর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, যে বন্ধু আরেক বন্ধুকে সিগারেট ও মাদকের প্রস্তাব দেয় সে প্রকৃত বন্ধু হতে পারে না। এ ধরণের বন্ধুকে সাথে সাথে পরিত্যাগ করা উচিত। তিনি বলেন, অলস মস্তিষ্ক শয়তানের বন্ধু। পড়াশোনা ও খেলাধুলায় ব্যস্ত থাকলে মাথায় খারাপ চিন্তা ঢোকার সুযোগ থাকে না। তাই যারা পড়াশোনা ও খেলাধুলায় অভ্যস্ত তাদের সাথে বন্ধুত্ব করতে হবে।
তিনি রোববার সন্ধ্যায় স্থানীয় ৩৩ নম্বর ওয়ার্ডের বটতলায় গাজীপুর ইয়ুথ ক্লাব আয়োজিত ইয়ুথ প্রিমিয়ারলীগ ফাইনাল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গাজীপুর ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো: তৌহিদুল ইসলাম দীপের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, জিএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: ইলতুৎ মিশ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহম্মেদ, অধ্যক্ষ মহি উদ্দিন আহম্মেদ, সাবেক গাছা ইউপি চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম ও ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল প্রমুখ।