সাতক্ষীরা: সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে মেয়রপদে বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী তাসকিন আহম্মেদ চিশতি ২৫ হাজার ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্রপ্রাথী নাসিম ফারুক খান মিঠু পেয়েছে ১৩ হাজার ২২১ ভোট। এ ছাড়া আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী শেখ নাসেরুল হক পেয়েছে ১৩ হাজার ৫০ ভোট। জগ প্রতীকের প্রার্থী শেখ নুরুল হুদা পেয়েছে এক হাজার ৮৮৮ ভোট। হাত পাখা পেয়েছে এক হাজার ৬৭৯ ভোট পেয়েছে।
সাধারণ কাউন্সিলর পদে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন এক নম্বর ওয়ার্ডে কায়সুজ্জামান হিমেল, দুই নম্বর ওয়ার্ডে সৈয়দ মাহমুদ পাপা, তিন নম্বর ওয়ার্ডে আইনুল ইসলাম নান্টা, চার নম্বর ওয়ার্ডে কাজী ফিরোজ হাসান, পাঁচ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন মিলন, ছয় নম্বর ওয়ার্ডে শেখ মারুফ হোসেন শাওন, সাত নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন কালু, আট নম্বর ওয়ার্ডে শফিকুল আলম বাবু ও ৯ নম্বর ওয়ার্ডে শেখ শফিক-উদ দৌলা সাগর।
সাতক্ষীরা পৌরসভার তিনটি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে দুটিতে বর্তমান কাউন্সিলররা এগিয়ে রয়েছেন। এক, দুই ও তিন নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন সাবেক পৌর কাউন্সিলর ওবায়দুল্লাহর স্ত্রী নুরজাহান বেগম নুরী। এই ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোস্না আরা। সংরক্ষিত চার, পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন বর্তমান কাউন্সিলর অনিমা রানী মন্ডল ও সাত, আট এবং ৯ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন বর্তমান কাউন্সিলর ফারহা দিবা খান সাথী।