মিয়ানমারে গুলিবিদ্ধ নারী আশঙ্কাজনক, আইসিইউতে

Slider বাংলার মুখোমুখি

মিয়ানমারে মঙ্গলবার পুলিশের গুলিতে আহত এক নারীর অবস্থা আশঙ্কাজনক। সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে এবং অং সান সুচির মুক্তির দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছিলেন তিনি। এ সময় পুলিশের গুলি তার মাথায় বিদ্ধ হয়। ফলে তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। অনলাইন বিবিসি এ খবর দিয়েছে। এতে বলা হয়, মঙ্গলবার রাজধানী ন্যাপিডতে বিপুল সংখ্যক মানুষ নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভ করেন। এ সময় তাদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশ জলকামান, রাবার বুলেট ও গুলি ছোড়ে।

মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো এবং নিউজ বিষয়ক আউটলেটগুলো বলছে, তার মাথায় গুলি বিদ্ধ হয়েছে।

পুলিশ অতিরিক্ত শক্তি প্রয়োগের ফলে এদিন আরো মানুষ গুরুত্বর জখম হয়েছেন। তবে অন্য কারো অবস্থা আশংকাজনক নয়।
আহত ওই নারীকে ন্যাপিডতে চিকিৎসা দেয়া হচ্ছে একটি হাসপাতালে। সেখানকার একজন ডাক্তার বলেছেন, তারা ক্ষত মারাত্মক। তাকে আইসিইউতে নেয়া হয়েছে। অন্য একজনের বুকে ক্ষত হয়েছে। মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ওই হাসপাতালের একজন ডাক্তার বলেছেন, ওই নারীর মাথায় গুলি বিদ্ধ হয়েছে। এতে তার ব্রেনের কার্যক্ষমতা অনেক হারিয়ে গেছে। গুলিটি তার ডান কানের পাশ দিয়ে বিদ্ধ হয়েছে। ওদিকে একজন ডাক্তারকে উদ্ধৃত করে অধিকার বিষয়ক গ্রুপ ফোর্টিফাই রাইটস বলেছে, মাথায় গুলি লাগার পর পরই ওই নারীর ব্রেন অকার্যকর হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *