‘মিয়ানমারের কয়েক শ’ সংসদ সদস্যকে খোলা আকাশের নিচে আটকে রাখা হয়েছে’

Slider ফুলজান বিবির বাংলা
Soldiers sit in military vehicles on the streets of Mandalay on February 3, 2021, as calls for a civil disobedience gather pace following a military coup which saw civilian leader Aung San Suu Kyi being detained. (Photo by STR / AFP)

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটির কয়েক শ’ সংসদ সদস্যকে রাজধানী নাই পি তাওয়ের খোলা আকাশের নিচে আটকে রাখা হয়েছে। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রসির নেত্রী অং সান সুচিসহ দেশের প্রেসিডেন্ট ও বহু সরকারি কর্মকর্তাকে আটকের একদিন পর সংসদ সদস্যদের আটক করে খোলা আকাশের নিচে রাখা হয়।

মঙ্গলবার প্রকাশিত গণমাধ্যমের খবর অনুযায়ী, অন্তত আরো ৪০০ সংসদ সদস্যকে তাদের সরকারি বাসভবন কমপ্লেক্সে আটকে রাখা হয়েছে এবং তাদেরকে বাইরে যাওয়া আসার অনুমতি দেয়া হচ্ছে না।

কয়েকজন সংসদ সদস্য জানিয়েছেন, বাসভবন কমপ্লেক্সের ভেতরে পুলিশ মোতায়েন রয়েছে এবং বাইরের সেনা সদস্যরা টহল দিচ্ছে। সেনাবাহিনী তাদের ট্রাক দিয়ে সংসদ সদস্যদের যাওয়া আসার পথ আটকে দিয়েছে। সংসদ অধিবেশনের সময় এসব সংসদ সদস্য ওই বাসভবনে অবস্থান করেন।

কয়েকটি সূত্র জানিয়েছে, আটকে থাকা সংসদ সদস্যরা নির্ঘুম রাত কাটিয়েছেন এবং তারা এই চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন যে, তাদেরকে অন্য কোনো স্থানে নেয়া হতে পারে। অং সান সুচি এবং প্রেসিডেন্ট উইন মিন্টসহ যেসব নেতাকে আটক করা হয়েছে তাদেরকে কোথায় রাখা হয়েছে এখনো তা পরিষ্কার নয়।

সূত্র : পার্স টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *