কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ রাত ৩টার দিকে লাশটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম মিম। তাৎক্ষণিকভাবে তার পুরো পরিচয় জানাতে পারেনি পুলিশ।