শিক্ষামন্ত্রীর জরুরি সংবাদ সম্মেলন দুপুরে

Slider টপ নিউজ

105861_Nahid

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ ও ৭২ ঘণ্টার হরতালে এসএসসি পরীক্ষা হবে কিনা, সে বিষয়ে তথ্য জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দীন।

এদিকে, এসএসসি পরীক্ষা নিয়ে রোববার সকাল ১০টায় শিক্ষামন্ত্রীর দফতরে জরুরি সভা শুরু হয়। সভায় শিক্ষাসচিব নজরুল ইসলাম খানসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

আগামীকাল সোমবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা, যাতে অংশ নেবে ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী।

পরীক্ষা হবে কিনা, এই উদ্বেগের মধ্যে হরতাল-অবরোধে পরীক্ষা নিলে আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দেয়ার কথা বললেও শিক্ষার্থী-অভিভাবকেরা উদ্বিগ্ন ও শঙ্কার মধ্যে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *