ফের বুকে ব্যাথা নিয়ে কলকাতার বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বেহালা থেকে গ্রীন করিডোর তৈরি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রবল কাশি এবং সেই সঙ্গে বুকে দুঃসহ ব্যাথা নিয়ে বাংলার মহারাজ হাসপাতালে ভর্তি হলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বেগের কোনও কারণ নেই। ২৮ দিন আগে বাড়িতে জিম করার সময় সৌরভ বুকে প্রচণ্ড ব্যাথা অনুভব করায় তাকে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। তিনটি ব্লকেজের মধ্যে দুটিতে স্টেন্ট বসানো হয়। বেঙ্গালুরু থেকে ডাঃ দেবী শেঠী এসে সৌরভকে দেখেও যান। এরপর তিনি বাড়িতেই ছিলেন। হাল্কাভাবে কাজ শুরু করেছিলেন বোর্ডের। এর মধ্যে মঙ্গলবার রাত থেকে বুকে ব্যাথা অনুভব করেন। পারিবারিক চিকিৎসক কোনও ঝুঁকি না নিয়ে সৌরভকে আপোলো হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। সৌরভের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে আপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। রাতে সৌরভের অবস্থা সম্পর্কে বুলেটিন প্রকাশ করা হবে।।