বৃটেন থেকে সরাসরি সিলেটে আসা ২৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ২১শে জানুয়ারি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা ১৫৭ জনের নমুনা পরীক্ষা করে তাদের ২৮ জনের করোনা ধরা পড়ে। সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২১শে জানুয়ারি বৃটেন থেকে সরাসরি ফ্লাইটে সিলেটে ১৫৭ জন যাত্রী আসেন। তারা চার দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে ছিলেন। কোয়ারেন্টিন শেষে রোববার তাদের করোনার নমুনা নেওয়া হয়। সোমবার সকালে তাদের করোনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়। শনাক্ত ২৮ জনকে খাদিমপাড়া ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
ওদিকে সোমবার দুপুর ১২টার দিকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আরও ১৪৩ জন যাত্রী সিলেটে আসেন। তাদেরও বাধ্যতামূলক কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।
।