বরিশাল-ঢাকা রুটে লঞ্চশ্রমিকদের কর্মবিরতি

Slider জাতীয়


বরিশাল: লঞ্চ দুর্ঘটনা মামলায় রাজধানীর মেরিন আদালতে দুই লঞ্চ মাস্টারের জামিন বাতিল করায় বরিশাল-ঢাকা রুটে কর্মবিরতির ঘোষণা করেছে নৌযান শ্রমিকরা।

সোমবার দুপুর ২টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। দুই লঞ্চ মাস্টার রুহুল আমিন ও জামাল হোসেন জামিন না পাওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলমান থাকবে বলে জানিয়েছে শ্রমিক নেতারা।

কীর্তনখোলা-১০ লঞ্চ মাস্টার কবীর হোসেন ও এমভি মানামী-১০ লঞ্চ মাস্টার আবু সাইদ জানায়, গত বছর মেঘনায় ঘনকুয়াশায় একই কোম্পানির অ্যাডভেঞ্চার-১ ও অ্যাডভেঞ্চার-৯ নামক দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। লঞ্চ মাস্টারদের দাবি ওই ঘটনায় কোনো হতাহত হয়নি। তারপরেও দুই মাস্টারসহ মোট চারজনের সার্টিফিকেট চার মাসের জন্য জব্দ করা হয়েছিল। পরে মেরিন আদালতে মামলা দায়ের করা হলে সেখানে সোমবার সকালে স্বেচ্ছায় হাজিরা দিতে গেলে দুই মাস্টারকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

বিচারকের এ নির্দেশের প্রতিবাদে তারা কর্মবিরতি ঘোষণা করেছে। অপর দিকে আকস্মিকভাবে কর্মবিরতি ঘোষণা করার পর লঞ্চ পন্টন থেকে অন্য জায়গায় সরিয়ে নেয়ায় যাত্রীরা ব্যাপাক সমস্যায় পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *