প্রেসিডেন্ট বাইডেনের নজিরবিহীন নির্বাহী আদেশ

Slider জাতীয়

শপথ গ্রহণের পর কোনো সময়ের অপচয় না করেই অনেকগুলো নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

অন্তত পনেরটি আদেশে তিনি স্বাক্ষর করেছেন এবং আগামী কয়েক দিনে আরো কিছু আদেশে তিনি স্বাক্ষর করবেন।

হোয়াইট হাউজে তার পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্প প্রথম দু সপ্তাহে আটটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন আর প্রেসিডেন্ট বারাক ওবামা করেছিলেন নয়টি আদেশে।

প্রথা অনুযায়ী বাইডেনকে চিঠি দিয়ে গেছেন ট্রাম্প

সাম্প্রতিক সময়ের প্রথা অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য একটি চিঠি রেখে গেছেন ওভাল অফিসে।

প্রেস সেক্রেটারি জেন সাকি সংবাদ সম্মেলনে জানিয়েছেন চিঠিটি খোলার সময় তিনিও প্রেসিডেন্টের সাথে তার কার্যালয়ে উপস্থিত ছিলেন। তবে চিঠির বিষয়বস্তু জো বাইডেন এককভাবে প্রকাশ করবেননা জানিয়ে জেন সাকি বলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে এখনি কথা বলার কোনো পরিকল্পনাও প্রেসিডেন্টের নেই।

বাইডেন প্রথম ফোন দিবেন কানাডার প্রধানমন্ত্রীকে
প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন স্থানীয় সময় শুক্রবার থেকেই বিদেশী নেতাদের ফোন করতে শুরু করবেন নতুন প্রেসিডেন্ট।

শুরুতেই তিনি কথা বলবেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে।

তিনি বলেন এ মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলার কোনো পরিকল্পনা প্রেসিডেন্টের নেই।

“তার শুরুর দিককার কলগুলো হবে সহযোগী ও সমমনাদের সাথে,” বলেছেন জেন সাকি।
সূত্র : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *