সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে একটি ট্রাকসহ চোরাই হওয়া ৬ টি গরু উদ্ধার করেছেন ভূঞাপুর থানা পুলিশের সদস্যরা। একইসাথে চোর চক্রের দুই সসদ্যকেও আটক করা হয়েছে। আটকৃতরা হলেন- ভূঞাপুর উপজেলার পৌর শহরের ফসলান্দি এলাকার জালাল উদ্দিনের ছেলে ট্রাক ড্রাইভার আলমগীর হোসেন (৩২) ও ঘাটাইল উপজেলার ডাকিয়া পটল গ্রামের আজমতের ছেলে হাবেল (২২)।
গত বুধবার (১৩ জানুয়ারি) ভোর রাতে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক সড়কের কাগমারীপাড়া এলাকা থেকে ওই চোরচক্রের সদস্যদের আটক ও ট্রাকসহ গরু উদ্ধার করা হয়েছে।
আজকে বৃহস্পতিবার (১৪ ই জানুয়ারি) দুপুরে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আর এ বিষয়ে ভূঞাপুর থানার এস.আই মাহমুদুল হক জানান- “ভোর রাতে ভূঞাপুর-এলেঙ্গা সড়কের কাগমারী এলাকায় ট্রাক থেকে গরু নামাতে দেখে সন্দেহ হয়। এরপরে ১টি ট্রাক, ৬ টি গরু ও ২ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আটকৃত দুইজনকে জিজ্ঞাসা করলে তারা চোরচক্রের সক্রিয় সদস্য বলেও জানিয়েছেন।”
তিনি আরও জানান, “উদ্ধারকৃত গরু মালিকদের খোঁজা হচ্ছে। মালিক পেলে আইনি প্রক্রিয়া শেষে গরুগুলো হস্তান্তর করা হবে।”