রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক বাদল সরকার মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে শ্রদ্ধা-ভালবাসায় চির বিদায় জানান তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহীরা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বরমী বাজার উচ্চ বিদ্যালয় মাঠে চেয়ারম্যান শামসুল হক বাদল সরকারের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জানাযার উপস্থিত থেকে চেয়ারম্যান বাদলকে নিয়ে স্মৃতিচারণ করেন, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. আমানত হোসেন খান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা বিএনপি’র সভাপতি শাহজাহান ফকির ও জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সবুজ প্রমুখ।
উল্লেখ্য, বুধবার রাত ৮টা ৩০ মিনিটে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক বাদল সরকার। তিনি ওই এলাকার পাঠানটেক গ্রামের আবদুল ফালান সরকারের ছেলে। মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রী, তিন ছেলে, চার ভাই ও এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শামসুল হক সরকার বাদলের বন্ধু এস এম জাহাঙ্গীর আলম সিরাজী জানান, প্রায় দুই বছর আগে বাদল সরকারের হৃদযন্ত্রে ২টি বøক ধরা পড়ে। পরে রিং (স্ট্যান্ট) পরানো হয়েছিল। এরপর থেকে সুস্থ ছিলেন তিনি। গত মঙ্গলবার বিকেলে বুকে ব্যথা দেখা দিলে সন্ধ্যায় স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি। রাতে বাসায় ফেরার পর বুকে ফের ব্যথা উঠে। এরপর আজ ভোরে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে দুপুর সোয়া ১টা থেকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৮টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।