রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতে শেষ হয়েছে আবদুল আওয়াল সরকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। (৮ জানুয়ারি শুক্রবার) বিকেলে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে অবস্থিত আবদুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জাঁজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ খেলা শেষ হয়। আবদার কলেজপাড়া ক্রীড়া সংঘের আয়োজনে খেলা শেষে স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বিজয়ী দল তেলিহাটী ফুটবল একাদশের হাতে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেন,খেলাধুলাই পারে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে। উসমান গনি খোকার সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড শামসুল আলম প্রধান, তেলিহাটী ইউপি চেয়ারম্যান বাতেন সরকার, কাওরাইদ ইউপি চেয়ারম্যান অ্যাভোকেট আবদুল আজিজ, তেলিহাটী ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক লিয়াকত ফকির প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, আব্দুল আওয়াল বেপারী, ইউপি সদস্য মো. তারেক হাসান বাচ্চু প্রমূখ।
খেলায় মুক্তিযুদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার নারী পুরুষ দর্শক খেলা উপভোগ করেছেন।
পুরো খেলা ধারাবর্ণনায় ছিলেন বাচিক শিল্পী ইকবাল আহমেদ নিশাত ও সাংবাদিক আওলাদ রুবেল।