মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল হিলে প্রবেশ করে সেখানে তাণ্ডব চালানোর জন্য সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে তাকে অপসারণের দাবি ওঠেছে। কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা এই দাবি করেন।
রিপ্রেজেন্টেটিভ সিলভিয়া গার্সিয়া এক টুইটে বলেন, আমি ভাইস প্রেসিডেন্ট পেন্স ও মন্ত্রিসভাকে ২৫তম সংশোধনী কার্যকর করতে ও আমাদের দেশকে রক্ষা করার অনুরোধ করছি।
তিনি বলেন, যথেষ্ট হয়েছে, আর নয়।
উল্লেখ্য, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনীতে দায়িত্ব পালনে অক্ষম হলে প্রেসিডেন্টকে অপসারণ করে ভাইস প্রেসিডেন্টকে তার স্থলাভিষিক্ত করার বিধান রয়েছে।
অবশ্য এর জন্য পেন্স ও ট্রাম্পের মন্ত্রিসভার বেশির ভাগ সদস্যের ট্রাম্পকে অক্ষম ঘোষণা করতে হবে।
ব্যবসায়ী গ্রুপগুলোর আহ্বান
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ১৪ হাজার কোম্পানির প্রতিনিধিত্বকারী ব্যবসায়ী গ্রুপগুলো ট্রাম্পকে অপসারণ করে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়েছে।
সূত্র : আল জাজিরা