মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাজার হাজার সমর্থক বিশ্ববাসীর জন্য জঘন্যতম দৃষ্টান্ত স্থাপন করলেন ক্যাপিটল ভবন চড়াও হয়ে, আর যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ইতিহাসকে কলঙ্কিত করে। উন্মত্ত ও উচ্ছৃঙ্খল ট্রাম্প সমর্থকদের সামাল দিতে চোখে পড়েনি পুলিশি তৎপরতা। তারা পুলিশি ব্যারিকেড ভেঙেছে, ক্যাপিটল ভবনের দেয়াল-দরজা তছনছ করেছে। এসব কিছুর মাঝে প্রেসিডেন্ট ট্রাম্প ছিলেন নীরব, তবে শেষ পর্যায়ে বিক্ষোভকারীদের পুলিশের সঙ্গে সহযোগিতা করার আবেদন জানান। রাজধানী ডিসিতে ৬টা কারফিউ থাকলেও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সমর্থকদের প্রতি প্রেসিডেন্ট বলেন, পরাজয় আমি স্বীকার করবো না। সর্বশেষ খবরে জানা যায়, টুইটার মাধ্যম ১২ ঘন্টার জন্য তার একাউন্ট বন্ধ করে দিয়েছে, যাতে ইঙ্গিত পাওয়া যায় যে তাকে নিষিদ্ধ করা হতে পারে I
সূত্র : ভোয়া