পাকিস্তানের সিন্ধু প্রদেশের শিকারপুর জেলার একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫৫ জন। জুমার নামাজের পর হামলাটি চালানো হয়। হতাহতদের মধ্যে বহু শিশুও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে ডন। বোমা বিস্ফোরনের ফলে মসজিদের ছাদ ধ্বসে পড়ায় বহু মানুষ ধ্বংসাবশেষের নীচে আটকা পড়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, প্রেসিডেন্ট মামনুন হোসেইন, তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান খান ও মুত্তাহিদা কওমি মুভমেন্টের প্রধান আলতাফ হুসেইন এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। মজলিস ওয়াহদাতুল মুসলিমিন (এমডব্লিউএম)-এর কেন্দ্রীয় নেতা আল্লামা মোহাম্মদ আমিন শহিদি এ দূর্ঘটনাকে সরকারের ব্যর্থতা হিসেবে উল্লেখ করে তিন দিনের শোক ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আজ সন্ধায় তার দল সংবাদ সম্মেলন করবে। জাফ্রিয়া ডিসাস্টার সেল হামলায় মারাত্মকভাবে আহত ব্যক্তিদের দ্রুত করাচীতে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর দাবি জানিয়েছে।