রাজধানীর রামপুরার মহানগর প্রজেক্ট এলাকার একটি বাসা থেকে ফাহমিদা আক্তার (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে ওই এলাকার ৫ নম্বর রোডের ১০৫ নম্বর বাসা থেকে লাশটি উদ্ধার করে রামপুরা থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, ফাহমিদা দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক আকতার-উল-আলমের মেয়ে। সকালে বাড়ির গৃহকর্মী রান্না করতে এসে বিছানার উপর হাত পা বাধা অবস্থায় লাশটি পরে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ হাত পা বাধা অবস্থায় লাশটি উদ্ধার করে। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলি