গাজীপুর: গণতন্ত্র হত্যা দিবস আক্ষা দিয়ে ভোটাধিকার পুনরুদ্ধারের দাবীতে গাজীপুরে মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ বুধবার সকালে মহানগর বিএপির সহসভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস ও সাংগঠনিক সম্পাদক ভিপি জয়নাল আবেদীন তালুকদারের নের্তৃত্বে শহরের জোরপুকুর এলাকায় মিছিল শেষে বটতলায় প্রতিবাদ সভা করেন।
মিছিলে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা এস কে জবিউল্লাহ, মহানগর বিএনপির শিশু বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ, সদস্য সাইদুল আলম জুয়েল, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের মহানগর সহসভাপতি আরিফুর রহমান চৌধুরী কামরুল, মহানগর যুবদলের যুগ্মসম্পাদক সোহেল রানা, শহীদুজ্জামান সরকার, ছাত্রদল নেতা রোহানুজ্জামান শুক্কুর, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক সাইফুল ইসলাম শামীম, কাজী আজিম উদ্দিন কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ইবনে সিনা তোহা, সাব্বির আহমেদ, সাইজ উদ্দিন, শেখ মাসুদ ও মো: আশরাফ উদ্দিন সহ শতাধিক নেতা- কর্মী উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের অধিন সুষ্ঠ নির্বাচন হতে পারেনা। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোটের আগের রাত সীল মেরেছে। আন্দোলনের মাধ্যমে বিএনপি ভোটাধিকার পুনরুদ্ধারের ঘোষণা করেন। সভায় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী, তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং নির্বাচন কমিশনের পদত্যাগ দাবী করেন।