রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে সড়ক-মহাসড়ক গুলোতে অপ্রাপ্ত বয়স্ক ও লাইসেন্স বিহীন চালক দিয়ে সরকার নিষিদ্ধ যান চলাচল বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এছাড়াও বেপরোয়া গতির ড্রাম্প ট্রাকে প্রাণহানির ঘটনায়ও মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ডিসেম্বর) শ্রীপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও পৌর এলাকার মাওনা চৌরাস্তার বিভিন্ন আঞ্চলিক সড়কগুলোতে যানজট কমাতে প্রস্তাবনা দেয়া হয়।
আইনশৃঙ্খলা কমিটির সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী বলেন, মাওনা বাজার সড়কে সারাদিনই যানজট লেগে থাকে। যানজট নিরসনে ওই সড়কে এক লেনে যান চলাচল করার প্রস্তাবটি সম্ভাব্যতা যাচাই করতে বলেন। উপজেলার বিভিন্ন অ লে সরকারী জমি থেকে মাটি কেটে বিভিন্ন টাইলস্ কারখানায় সরবরাহ করে একটি। এতে বনা ল উজারের পাশাপাশি পরিবেশের উপর বিরুপ প্রভাব ফেলছে। সভায় সর্বস্মতিক্রমে সরকারী জমি থেকে মাটি কাটা বন্ধে নির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. শামসুল আলম প্রধান, সহকারী কমিশনার (ভুমি) ফারজানা নাসরিন, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক বাদল সরকার, প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মোহিতুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।