ইভিএমে ভোট যেখানে দেন না কেন, পড়বে গিয়ে নৌকাতেই : মির্জা ফখরুল

Slider রাজনীতি


দলীয় প্রতীককে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা গোটা জাতিকে দু’ভাগে বিভক্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, ‘এটা আওয়ামী লীগ সরকারের একটি অপকৌশল। যাতে স্থানীয় সরকার নির্বাচনেও তাদের দখলদারিত্ব বজায় থাকে এবং তারা সেটাই করছে। কিন্তু দেশের জনগণ এ নির্বাচন ব্যবস্থাকে পছন্দ করে না।‘ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সোমবার অনুষ্ঠিত প্রথম দফা পৌরসভা নির্বাচনের ব্যাপারে মির্জা ফখরুল বলেন, ‘বরাবরের মতো এবারো নির্বাচন কমিশন পৌর নির্বাচন নিয়ে মিথ্যাচার করেছে। এসব কোনো নির্বাচনই নয়। সব সাজানো নাটক। সরকারের পরিকল্পনা মাফিক তারা কাজ করছে। দেশের মানুষ এখনো ইভিএম কী জিনিস তা ভালো করে চেনে না। অথচ তাদের বাধ্য করা হচ্ছে ইভিএমে ভোট দিতে। ইভিএমে ভোট যেখানেই দেন না কেন, পড়বে গিয়ে নৌকাতেই। সেভাবেই প্রোগ্রাম সেট করা থাকে। আসলে নির্বাচন কমিশনে যারা আছে তারা সবাই চোর।’

তিনি আরো বলেন, ‘সরকার নির্বাচনে জিতে ক্ষমতায় নেই। আমলাতন্ত্র আর পুলিশকে ব্যবহার করে জনগণের ওপর জুলুম নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে আছে। তাদের জুলুম নির্যাতন থেকে রক্ষা পেতে জনগণকে ঐকবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে।

এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আক্তারজ্জামান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, সহ-সভাপতি আল-মামুন আলম, সহ-সভাপতি নুর শাহাদাৎ স্বজন, সদর সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদল সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, অ্যাডভোকেট জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *