পরিস্থিতি অনুকূলে থাকলে জুনে এসএসসি ও জুলাইয়ে এইচএসসি পরীক্ষা’

Slider শিক্ষা


সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে ২০২১ সালের জুন মাসে এসএসসি ও জুলাইয়ে এইচএসসি পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বই উৎসবসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে আজ মঙ্গলবার অনলাইনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী এতে আরো বলেন, এইচএসসি’র ফল নিয়ে কেউ অসন্তুষ্ট হবে না। করোনার কারণে এবার বিশেষ পরিস্থিতিতে ফলাফল দেয়া হচ্ছে। ফলাফল নিয়ে যদি কোনো শিক্ষার্থী ক্ষুব্ধ হন তাহলে তিনি নিজ শিক্ষা বোর্ডে আবেদন করতে পারবেন। তবে আশা করছি রেজাল্ট নিয়ে কেউ অসন্তুষ্ট হবেন না।

বই উৎসবসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে আজ মঙ্গলবার অনলাইনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী এতে আরো বলেন, জেএসসি বা জেডিসি’তে কোন মার্কিং দেয়া হবে না। শুধুমাত্র সার্টিফিকেট দেয়া হবে। আমাদের শ্রেণিকক্ষে সহযোগিতামূলক আচরণ নষ্ট হয়ে যাচ্ছে রোল নম্বরের কারণে।
শিক্ষার্থীরা অসযোগীতামূলক প্রতিযোগীতায় লিপ্ত হচ্ছে। তাই ২০২১ সাল থেকে শ্রেণিকক্ষে থাকছে না কোন রোল নম্বর। শুধুমাত্র শিক্ষার্থীদের ইউনিক আইডি নম্বর দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *