রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিরিরচালা এলাকায় মাটি ভর্তি দ্রুত গতির ড্রাম্প ট্রাক উল্টে সেলিম মিয়া নামের এক পথচারী নিহত ও একজন আহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে।
সোমবার (২৮ডিসেম্বর) বেলা চারটার দিকে এঘটনা ঘটে। নিহত মো. সেলিম মিয়া (৩৫) ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার পুলাবান্ধা গ্রামের মৃত মো. লাল মিয়ার ছেলে। সে এই এলাকায় ভাড়া থেকে একটি রিক্সা গ্যারেজ পরিচালনা করতো। এঘটনায় হযরত আলী নামে অপর এক পথচারী নিহত হয়েছে।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. চাঁন মিয়া জানান, বেলা চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিরিরচালা এলাকায় মাটি ভরা একটি ড্রাম্প ট্রাক ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এসময় ওই এলাকায় ড্রাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে অপেক্ষমান পথচারীর উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সেলিম মিয়া মারা যান। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলে চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।