রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর স্টাফ কোয়ার্টারের বাসায় গলায় ফাঁস নিয়ে ৩৭ তম বিসিএস-এর আনসার কর্মকর্তা রোমানা ইয়াসমিন (৩০) আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতে গলায় ফাঁস নেয়ার পর অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোন নুসরাত ইয়াসমিন বলেন, অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মৃত্যুর বিষয়ে আমরা কিছু বলতে পারব না। কি কারণে ফাঁসি নিয়েছে আমি কিছু বলতে পারব না।
তিনি আরও জানান, গ্রামের বাড়ি বগুড়া জেলার কাহালু উপজেলার মোহাম্মদ নুরুন্নবীর মেয়ে বর্তমানে আজিমপুর স্টাফ কোয়াটারে থাকতেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।