রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার নান্দিয়া সাঙ্গুন এলাকার শীতলক্ষ্যা নদীতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে বুধবার (২৩ডিসেম্বর) সন্ধ্যায় মো. ইব্রাহিম বিএসসি নামের এক বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় তাকে মাটি কাটার ওই অংশ ভরাট করার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরিন। দন্ডিত ইব্রাহিম বিএসসি উপজেলার বরমী গ্রামের সিরাজ উদ্দিন ছেলে।
ভ্রাম্যমান আদালতের বিচারক ফারজানা নাসরিন জানান, দীর্ঘদিন ধরেই শীতলক্ষ্যা নদী থেকে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ ছিল। বিভিন্ন সময় অভিযান চালিয়েও হাতেনাতে কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে আবারো মাটি কাটার খবর পেয়ে ওই নদীতে অভিযান চালানো হয় এবং মাটি কাটায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ইব্রাহিম বিএসসি নামের ওই বালু ব্যবসায়ীকে আটক করা হয়। পরে বুধবার সন্ধ্যায় তার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে মাটি কেটে নেয়ার স্থানগুলো ভরাট করে দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।