রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত দলীয় মেয়র প্রার্থী শ্রীপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শহিদের মৃত্যুতে দলটির মধ্যে প্রার্থী নির্বাচনে নতুন হিসেব নিকাশ শুরু হয়েছে। আর এ হিসাব নিকাশের মধ্যে এগিয়ে রয়েছেন গাজীপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তৃণমূল বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের আস্থাভাজন বিল্লাল হোসেন বেপারী। বিএনপি মনোনীত দলীয় মেয়র প্রার্থী শহিদুল্লাহ শহিদের মৃত্যুর পর, ওই পদে নির্বাচনের পুনঃতফসিলে ২০২১সালের ১৬ই জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। শ্রীপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বিল্লাল হোসেন বেপারী। তৃণমূল বিএনপি ও সহযাগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে তার সুনাম রয়েছে। নেতাকর্মীদের মাঠে ময়দানে চাঙ্গা রাখতে সবসময় নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখেছেন, কারাবন্দি থাকা নেতাকর্মীদের বাড়ীতে গিয়ে তাদের পরিবারের খোঁজ খবর নিয়েছেন। নির্বাচনী মাঠে সর্বোচ্চ শ্রম দিয়ে দৃঢ় প্রত্যয়ী ও সদালাপী হওয়ার কারণে জনগণের ভোটাধিকার রক্ষা করাও তার পক্ষে সম্ভব বলে জানান স্থানীয় পর্যায়ের বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। বিল্লাল হোসেন বেপারী বলেন, জেল-জুলুম ও অত্যাচার মোকাবিলা করে তিনি রাজনৈতিক মাঠে সবসময়ই নিজেকে সক্রিয় রেখেছেন। হামলা-মামলা, নির্যাতন, সংগ্রামের মধ্য দিয়ে তিনি এখনও কর্মীদের নিয়ে রাজনৈতিক মাঠে অনড় রয়েছেন। তার নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করার প্রস্তুতি রয়েছে। এবার দল তাকে মনোনয়ন দিলে নির্বাচনী মাঠে নামবেন। আর এসব ত্যাগের কারণেই দল তাকে এবার মনোনয়ন দিবেন বলে আশাবাদী তিনি।