গাজীপুর: গাজীপুর সদরের ছোট কয়ের গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান (লাল মিয়া) ৭১ বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আজ সকাল সাড়ে নয়টায় ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে গাজীপুর প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি মো. সামসুল আরিফিন ও পুলিশের একটি চৌকস দল।
এসময় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত থেকে প্রশাসনকে সহযোগিতা করেন, বাড়িয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার মো. নুরুজ্জামান লেকু, মো. মোজাম্মেল হক খান, মো. হাসেন আলী, মো. হালিম ভূইয়া, মো. হারুন অর রশিদ, মো. সামসুল আলম, মো. আমির হোসেন ভূইয়া, মো. নুরুল ইসলাম প্রমুখ।
পরে উপস্থিত মরহুম মুজিবুর রহমানের সহযোদ্ধারা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এরপর জানাযা শেষে তাকে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।