সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন স্থানে ১৭ টি ককটেল বিস্ফোরিত হয়েছে। এছাড়া একাধিক গাড়ীতে আগুন দিয়েছে দুবৃত্তরা। এতে আহত হয়েছেন ৮ জন।
সন্ধ্যা ৬টার দিকে নিউ মার্কেট ২ নাম্বার গেটের সামনে একে একে ৬টি ককটেল বিস্ফোরন। এতে আহত হন কমপক্ষে ৮ জন। সোয়া ৬টার দিকে মিরপুর লালকুঠি বড় মসজিদের সামনে লেগুনায় অগ্নিসংযোগ করা হয়। এর আগে ইত্তেফাক মোড়ে ১০ ককটেল বিস্ফোরন ঘটে।
এদিকে বিকেল পৌনে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের পশ্চিম গেটে বিশ্ববিদ্যালয়ের দোতলা বাসে আগুন দেয় দুবৃত্তরা।
কুড়িল বিশ্বরোডে বাসে আগুন
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভাটারা থানার ডিউটি অফিসার এসআই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, তুরাগ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যায়।
গুলাশানে ডিএনসিসির মার্কেটের ভেতর ককটেল বিস্ফোরণ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গুলশান ১ নম্বরের একটি মার্কেটের গাড়ি পার্কিংয়ের ভেতরের জায়গায় পরপর দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে মার্কেটের পার্কিংয়ে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।