শ্রীপুরে ককটেল ফাটিয়ে বসত বাড়িতে হামলা-ভাংচুর

Slider গ্রাম বাংলা


রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে ককটেল ফাটিয়ে আতঙ্ক তৈরী করে বসতবাড়িতে ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মোছা: আফরোজা পারভীন পাঁচজনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এঘটনায় পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামের মৃত ধনাই বেপারীর ছেলে মো. জিয়া উদ্দিন বেপারী, তাঁর ছেলে আরাফাত বেপারী, ফাহাদ বেপারী ও হাসান বেপারীসহ অজ্ঞাত ১০/১২জনকে অভিযুক্ত করা হয়েছে। হামলার ঘটনায়।
হামলার ঘটনায় এক নারীসহ চারজন আহত হয়েছে। আহতরা হলেন, জাহিদুল, আসিফ, ভাড়াটিয়া জিন্নত আলী ও সাথী আক্তার।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অভিযুক্তরা ১০/১২জন ব্যক্তি দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ককটেল ফাটিয়ে ভুক্তভোগীর ভাড়া দেয়া বসত বাড়ীর গেইট ভাংচুর করে বাড়ীতে প্রবেশ করে। এসময় তারা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি, অস্ত্রের মুখে ভাড়াটিয়াদের জিম্মি করে ছয়টি টিনসেড হাফ বিল্ডিং কক্ষ কুপায় ও ভাংচুর করে ২০লাখ টাকার ক্ষতি সাধন করে।

বাড়ির ভাড়াটিয়া আমিনুল ইসলাম জানান, ঘুমন্ত অবস্থায় অজ্ঞাত লোকেরা তার গলায় ছুরি ঠেকিয়ে জিম্মি করে মারধর করে। এসময় ৯হাজার টাকা ছিনিয়ে নেয়।

এব্যাপারে অভিযুক্ত আরাফাত বেপারী বলেন, ওই পরিবারের সাথে দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলমান রয়েছে। কয়েকদিন আগে তারা আমাদের বাড়িতে হামলা করে মারধর করে। ওই ঘটনার ভিডিও চিত্রসহ থানায় অভিযোগ দায়ের করি। তারা উল্টো আমাদের ফাঁসাতে এ বাড়ি ভাংচুরের নাটক সাজিয়েছে। ককটেল ফাটিয়ে বাড়ি ভাংচুরের সাথে আমরা জড়িত নই। যা পুলিশের সঠিক তদন্তে বের হয়ে আসবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, বাড়ি ভাংচুরের বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *