গাজীপুর: ২৫ বছর পূর্বে স্বামী মৃত্যুর পরও সরকারি ভাতা থেকে বঞ্চিত গাজীপুরের শ্রীপুর উপজেলার
কাওরাইদ ইউনিয়নের সত্তোর্ধ অসচ্ছল বৃদ্ধা গোলাপি বেগমের পাশে দাড়িয়েছেন উপজেলা বিআরডিবি-র সাবেক চেয়ারম্যান আশিক বিন ইদ্রিছ।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা পাঁচটার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের হিলুপাড়া এলাকায় গোলাপী বেগমের নিজ ছাপড়া ঘরে নতুন কম্বল, শীতের জামা-কাপড় ও নগদ টাকা নিয়ে হাজির হন তিনি।
এসময় তার সাথে ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাহাবুর রহমান ও কাওরাইদ ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইউনুস খান।
গোলাপী বেগম (৭৫) ওই এলাকার মৃত ইন্তাজ আলীর স্ত্রী। স্বামী মারা যাওয়ার পর দুই সন্তান নিয়ে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন তিনি।
এ বিষয়ে উপজেলা বিআরডিবি-র সাবেক চেয়ারম্যান আশিক বিন ইদ্রিছ জানান, বৃহস্পতিবার বিকেলে কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইউনুস খান বৃদ্ধা গোলাপী বেগমের কষ্টের জীবন নিয়ে ফেসবুক স্যাটাস দেয়ার পর বিষয়টি গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান দুর্জয় ভাইয়ের নজরে আসে । তিনি তাৎক্ষনিক আমাকে ফোন দিয়ে বৃদ্ধা মায়ের জন্য শীতবস্ত্র, কম্বল ও নগদ টাকা প্রদানের নির্দেশ প্রদান করেন । পরে সন্ধ্যা পাঁচটার দিকে বৃদ্ধা মায়ের বাড়িতে গিয়ে এগুলো পৌঁছে দেই।
তিনি আরও বলেন, ৭৫ বছরের একজন অসচ্ছল বৃদ্ধা আজও সরকারি কোন সুযোগ সুবিধা পায়নি শুনে মর্মাহত হলাম। তাই স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি কামনা করছি।