সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে এ বছর ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী ৮ লাখ ৩৪ হাজার ১৮০ শিশুদেরকে হাম-রুবেলা (এমআর) টিকা দেওয়ার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। কোভিড-১৯ এর কারনে এ বছর ৩ সপ্তাহের পরিবর্তে ৬ সপ্তাহে ক্যাম্পেইনটি শেষ করা হবে। এ বছর ক্যাম্পেইন শিক্ষা প্রতিষ্ঠানে হবে।
বৃহস্পতিবার (১০ ই ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, “কমিউনিটি টিকাদান কেন্দ্রে শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতিত সকাল ৮ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। ”
টাঙ্গাইল সিভিল সার্জনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. বিএম রিয়াজুল হাসান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান, আতাউর রহমান আজাদ, মেডিক্যাল অফিসার ডা. রিফাত মোহাম্মদ আরেফিন, মো. সোলায়মানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।