হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ ৯ ডিসেম্বর এ উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস। দিবসটি উপলক্ষ্যে লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে নানা মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা ও জয়ীতা সংবর্ধণা হয়।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীম রহমান।আমন্ত্রিত অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল,কমিউনিটি পুলিশিং এর সভাপতি মিজানুর রহমান, তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, ফিডার নির্বাহী পরিচালক ফিরোজা বেগম।
বক্তারা মহিসী নারী বেগম রোকেয়ার কর্মময় জীবন, নারী জাগরণে সাহসি ভুমিকা সর্বপরি আজকের নারীদের উন্নয়নের যে সোপান তিঁনি প্রায় ১৫০ বছর আগে তৈরি করেছেন তার বিস্তারিত আলোচনা করেন।
শেষে উপজেলায় বিভিন্ন অবদান রাখায় ৫জন জয়ীতাকে সংবর্ধণা দেয়া হয়। সাথে সাথে তাদেরকে উত্তরীয় পড়িযে দেয়াসহ ক্রেস্ট প্রদান করা হয়।