পদ্মা অববাহিকায় ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে বুধবার রাত ১২টা থেকে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে চার কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। এতে করে নদী পারের অপেক্ষায় আটকে থেকে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেককেই জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পর হতে দেখা গেছে।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, বর্তমানে এ রুটে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে। কুয়াশার কারণে মধ্য রাত থেকে এরুটে ফেরি চলাচল বন্ধ হয়। তবে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পর পুনরায় ফেরি চলাচল শুরু করানো হবে।
ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দিয়ে পারের জন্য অনেক গাড়ি বিশেষ করে পণ্যবাহী ট্রাকগুলো ৩/ ৪দিনেও ফেরির নাগাল পাচ্ছে না।