কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা হয়েছে কোন একজনের নির্দেশে- এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তবে তিনি কারও নাম উল্লেখ করেননি।
রোববার (৬ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, দেশে কোন অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না। হেফাজতের নেতাদের উস্কানিতে এ ঘটনা ঘটেছে কিনা তা তদন্তের পর জানা যাবে। তবে সে যেই হোক, দোষী হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, ভাস্কর্য মানেই পূজা নয়, ভাস্কর্য মানে বঙ্গবন্ধুকে হৃদয়ে স্থান দেয়া।