বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ দেশের সকল ভাস্কর্য রক্ষায় হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন আইনজীবী উত্তম লাহেরি।
ভাস্কর্য ইস্যুতে কয়েকদিন ধরেই দেশে নানা বিতর্কের জন্ম দিয়েছে।কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার ঘটনায় জড়িত সন্দেহে ৪জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।এ অবস্থায় ভাস্কর্য রক্ষায় হাইকোর্টে এই রিট করা হলো।