একুশের ভোটের কথা মাথায় রেখে বাংলা ভাষার ক্লাস করছেন মোদি

Slider ফুলজান বিবির বাংলা

কলকাতা : মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা – একুশে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে বাংলা ভাষা শিখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির বাংলা শিক্ষকরা তো বটেই, কলকাতা থেকে শিক্ষকরাও অনলাইনে ক্লাস করাচ্ছেন প্রধানমন্ত্রীকে। একুশের নির্বাচনে বাংলা ভাষায় নির্ভেজাল ভাষণ দিয়ে তিনি তাক লাগাতে চান বাঙালিকে। এমনিতেই মোদির বাংলা প্রিয়তার কথা জানে ভূভারত। যুবা বয়সে দীর্ঘদিন বেলুড় মঠে কাটিয়েছেন মোদি। তাঁর আদর্শ বাঙালি সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। ভাষণে বিবেকানন্দের উদ্ধৃতি থাকে প্রায়ই। ইদানিং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্ধৃত করছেন মোদি। অতি সম্প্রতি ঋষি অরবিন্দের রচনা থেকে কোট করছেন মোদি। রোববার মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে স্মরণ করিয়ে দেন যে, সাত ডিসেম্বর ঋষি অরবিন্দের প্রয়াণ দিবস। আসলে জন্মসূত্রে গুজরাটি মোদি এখন আচ্ছন্ন হয়ে আছেন বাংলায়। নিয়ম করে সকালে একঘণ্টা পাঠ নিচ্ছেন বাংলার। এর কতোটা ভোটের জন্যে, কতোটা মনের তাগিদে সময়ই তা বলবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *