আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেত্রী ববিতা। দেশের শীর্ষ অভিনেতাদের বাইরে এই অভিনেত্রী কাজ করেছেন ওপার বাংলার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ শিরোনামের একটি ছবিতে তারা পর্দা ভাগ করেন। সেই সময়ের কথা জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, তখন ঢাকায় আমার মাত্র দুটি ছবি মুক্তি পায়। বয়সও অনেক কম ছিলো। ১৫/১৬ বছর বয়সে আমি সৌমিত্রের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। সেই সময় অভিনয়ের অনেক কিছু তিনি আমাকে শিখিয়েছেন। যখন ক্যামেরার সামনে শট দিতাম তিনি ক্যামেরায় চোখ রাখতেন।
আমার ভুলত্রুটি ধরে দিতেন। অনেক স্মৃতি-আবেগ জড়িয়ে আছে সৌমিত্রর সঙ্গে। দুদিন আগেই না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সে কারণে বেশ মন খারাপ বলেও জানান ববিতা। তিনি বলেন, সৌমিত্র দা’র অসুস্থতার খবর শোনার পর থেকে খুব চিন্তা হচ্ছিল। অবশেষে আমাদের ছেড়ে তিনি চলে গেলেন। তবে বড় শিল্পীদের কখনো মৃত্যু হয় না। তিনি আজীবন বেঁচে থাকবেন তার সৃষ্ট কর্মের মধ্য দিয়ে। খুব কাছ থেকে সৌমিত্রকে দেখেছেন। অভিনেতা সৌমিত্র ও ব্যক্তি সৌমিত্র নিয়ে কী বলবেন? ববিতা বলেন, তিনি মানুষকে খুব সহজে আপন করে নিতে পারতেন। তার সাথে যারা মিশেছেন তারা সবাই এক কথায় এটি স্বীকার করবেন। বড় শিল্পী হওয়ার পাশাপাশি বড় মনের মানুষ হতে হয়। এটি যারা তার সাথে মিশেছে তারাই সহজে অনুধাবন করতে পেরেছে। আপনার সাথে সৌমিত্রে শেষ দেখা কবে হয়েছে? উত্তরে তিনি বলেন, আমাদের সর্বশেষ দেখা হয়েছে প্রায় চার বছর আগে কলকাতায়। তবে প্রায় সময় কথা হতো ফোনে। আমি তার খবর নিতাম। তিনিও আমার খবর নিতেন। দীর্ঘদিন অভিনয়ে নেই ববিতা। অভিনয়ে না থাকলে চলচ্চিত্রের খোঁজ খবর রাখেন বলে জানান। চলচ্চিত্র প্রসঙ্গে তিনি বলেন, আমাদের চলচ্চিত্রের অবস্থা অনেক খারাপের মধ্য দিয়ে যাচ্ছে। সিনিয়র শিল্পীদের অনেকেই এখন আর কাজ করছেন না। নতুনদের পাশাপাশি সিনিয়রদের কাজের সুযোগ না থাকলে সেখানে সৌন্দর্য থাকে না।