গাজীপুর:গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের চার থানার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার চান্দনা চৌরাস্তায় ভাওয়াল কনভেনশন সেন্টারে সকাল ১০টায় গাজীপুর মহানগরের বাসন, গাছা, কোনবাড়ি ও কাশিমপুর থানার কর্মী সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি আনু মোহাম্মদ আজাদ। বিশেষ অতিথি ছিলেন আজগর হায়াত লিমন, খন্দকার জুলফিকার জনি, মুহাম্মদ শরিফ ফেরদৌস।
এ সময় বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি গাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক বাপ্পী দে, সিনিয়র যুগ্মসম্পাদক হালিম মোল্লাহ প্রমূখ।