সুন্দরগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জের ধোবাডাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রেখা বেগম (৫০), তার ছেলে আজাউল হক (৩৫) ও নাতি সুজন মিয়া (১৩)। কিশোর সুজন মিয়া স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র।
ধোবাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোখলেছুর রহমান রাজু বলেন, সন্ধ্যার পর ছেলে ও নাতিকে সাথে নিয়ে রেখা বেগম বাড়ির পাশের পুকুরে মাছ মারতে যাচ্ছিলেন। এ সময় জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু হয় তিনজনের। পরে আশপাশের লোকজন তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার লুৎফল হাসান ঘটনাস্থল পরিদের্শন করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার এসআই মো: শামসুল ইসলাম জানান, বিদ্যুতের তারে জড়িয়ে তিনজনের মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ দাফনের
অনুমতি চেয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।