গাজীপুর: বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন শ্রীপুর উপজেলা শাখা কতৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৯ই নভেম্বর ২০২০ সোমবার শ্রীপুর উপজেলার ১ নং মাওনা ইউনিয়নের চক পাড়া আইডিয়াল স্কুলে বেলা ৩.৩০ ঘটিকায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।
জনাব রফিকুল ইসলামের সভাপতিত্বে, শ্রীপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক- সেলিম শেখ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএ কেন্দ্রীয় সহ পরিকল্পনা সচিব ও গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন (মাষ্টার)।
সভায় আরো বক্তব্য রাখেন, বিকেএ কেন্দ্রীয় সদস্য ও গাজীপুর জেলা যুগ্ম সম্পাদক এস এম কাজল রানা, শ্রীপুর উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম শেখ ও উপজেলা প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ ইসমাঈল হোসেন বলেন, করোনায় গত আটমাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। গাজীপুরে ইতিমধ্যে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ব্ন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হওয়ার পথে গাজীপুরের ভাড়া বাড়িতে স্থাপিত সহস্রাধিক কিন্ডারগার্টেন স্কুল। চরম অনিশ্চিয়তায় এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাগণ।
ইসমাঈল মাস্টার আরো বলেন, গাজীপুরে ঝুঁকিতে থাকা কিন্ডারগার্টেন স্কুল রক্ষায় মাননীয় মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আ ক ম মোজাম্মেল হক এমপি, মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি মেয়র আলহাজ্ব এড মোঃ জাহাঙ্গীর আলম,জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও মাননীয় সাংসদ মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ সহ স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি করেন। এ সময় তিনি অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে সহ শিক্ষা উদ্যোক্তাদের বিনা সুদে ঋণ প্রদানের দাবি জানান।
আলোচনা সভা শেষে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাওনা ইউনিয়ন শাখা কমিটি গঠন করা হয়।
নব গঠিত কমিটিতে হাফিজ উদ্দিন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, জনাব মোঃ বজলুর রশিদ স্বপন সভাপতি, নববী প্রি-ক্যাডেট হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক- মেহেদী হাসান অপু সহ-সভাপতি, মাদার টাচ্ প্রি- ক্যাডেট একাডেমি এন্ড স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক – আশরাফুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।