রাজধানীতে ডেঙ্গু রোগী বাড়ছেই। ঘণ্টায় একজন করে ডেঙ্গু রোগী আসছেন হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন। এরমধ্যে ঢাকায় ২৩ জন এবং অপরজন রাজধানীর বাইরের। আগের দিন এই সংখ্যা ছিল ১৫ জন। ৬ই নভেম্বর ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১২ জন। চলতি মাসের ৮ দিনেই ১০৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন ১ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এদের মধ্যে মিটফোর্ড হাসপাতালে ২ জন, ঢাকা শিশু হাসপাতালে ২ জন, বিজিবি সদর দপ্তর হাসপাতালে ৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৫ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৫৩ জন রয়েছেন। ঢাকার বাইরে খুলনা বিভাগে একজন ডেঙ্গু রোগী রয়েছেন। বেসরকারি হাসপাতালের মধ্যে ধানমণ্ডিস্থ সেন্ট্রাল হাসপাতালে ১২ জন, ধানমণ্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে ৩ জন, স্কয়ার হাসপাতালে ৫ জন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, ইউনাইটেড হাসপাতালে ৪ জন, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, হলি ফ্যামিলি হাসপাতালে ২ জন, গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, ল্যাবএইড হাসপাতালে ১ জন, এভার কেয়ার হাসপাতালে ৫ জন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, বিআরবি হাসপাতালে ১ জন, আজগর আলী হাসপাতালে ৩ জন, সালাউদ্দিন হাসপাতালে ১ জন এবং আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত মোট ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩৬ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬৫ জন।