ঢাকা: উয়েফার উদ্যোগে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল লটারির আগে টুর্নামেন্টের ব্রান্ড অ্যাম্বাসাডর লুইস ফিগো হাজির হলেন জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। সেখানে সারা বিশ্বের ১৩ জন ফুটবল ভক্তের প্রশ্নের জবাব দেন তিনি। তাছাড়া উত্তর দেন আরো দুটি সংশ্লিষ্ট প্রশ্নের। আসুন পর্তুগিজ সুপারস্টার কী বললেন এক নজরে তা দেখে নেই-
প্রশ্ন: চ্যাম্পিয়নস লিগ ফাইনালে কোন দুটি দলকে দেখতে চাইবেন? কেন?
ফিগো: অবশ্যই, তার মধ্যে একটা দল রিয়াল মাদ্রিদ। কারণ, এই দলটাতে খেলেছি আমি। তবে ফাইনালে আমি সেই দুটো দলকেই চাইব, যারা আসলে যোগ্য। রিয়াল বেশ কয়েক বছর ধরে চ্যাম্পিয়নস লিগের দশম ট্রফির জন্য লড়াই করছে। সেটা এই বছর হওয়া মানে স্বপ্ন সত্যি হওয়া।
প্রশ্ন: এই মুহূর্তে বিশ্ব ফুটবলে নতুন প্রজন্মের মধ্যে সেরা প্রতিভা কে?
ফিগো: চেলসির ইডেন হ্যাজার্ড ও বরুশিয়া ডর্টমুন্ডের মার্কো রেউস আমার পছন্দ।
প্রশ্ন: যাদের অধীনে খেলেছেন তাদের মধ্যে সেরা ম্যানেজার কে?
ফিগো: জোহান ক্রুইফ, কার্লোস কুইরোজ, লুইস ফিলিপ স্কোলারি ও হোসে মরিনহোর মধ্যে কোনো একজনকে বেছে নেয়া কষ্টসাধ্য।
প্রশ্ন: আপনার জীবনে ইউরোপিয়ান ফুটবলে সেরা মুহূর্ত কী?
ফিগো: ক্লাব ফুটবলের সেরা ট্রফি চ্যাম্পিয়নস লিগ জেতা। তাছাড়া পর্তুগালের হয়ে ২০০৪ সালের ইউরো খেলাটাও ছিল দারুণ রোমাঞ্চকর।
প্রশ্ন: জিনেদিন জিদান ছাড়া বাকি যাদের সঙ্গে খেলেছেন তাদের মধ্যে সেরা কে?
ফিগো: দুই রোনালদো (ব্রাজিলিয়ান ও ক্রিশ্চিয়ানো), রিভাল্ডো, রাউল গঞ্জালেস, হিয়েরো ও জাতান ঈব্রাহিমোভিচ।
প্রশ্ন: ছোটবেলায় আপনার আদর্শ কে ছিলেন?
ফিগো: দিয়াগো ম্যারাডোনা, মার্কো ফন বাস্তেন, জিকো, মিশেল লাউড্রপ এবং একজন পর্তুগিজ হিসেবে ফুত্রেকে।
প্রশ্ন: আপনি যখন রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনায় খেলেছেন কোন দলটাকে সেরা মনে হয়েছে?
ফিগো: রিয়াল মাদ্রিদ। তবে যেসব দলের হয়ে খেলেছি সব জায়গাতেই মনে রাখার মতো অসংখ্য মুহূর্ত তৈরি হয়েছে।
প্রশ্ন: এবারের স্প্যানিশ লা লিগা কে জিতবে বলে মনে হয়?
ফিগো: এটা বলা খুবই কঠিন। কারণ, প্রথম তিনটি ক্লাবের মধ্যে পয়েন্টের ব্যবধান খুব কম। সেক্ষেত্রে তিনটি ক্লাবেরই সামনে জেতার সুযোগ রয়েছে। তবে বাকি দুই দলের থেকে রিয়ালের অপেক্ষাকৃত সহজ ম্যাচ আছে।
প্রশ্ন: এবার চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের পারফরম্যান্স নিয়ে কী বলবেন? ২০০৮ সাল থেকে যারাই বার্সেলোনাকে ছিটকে দিয়েছে তারাই চ্যাম্পিয়ন হয়েছে। ওরাও কি হবে?
ফিগো: দুর্দান্ত মৌসুম চলছে অ্যাটলেটিকোর। দারুণ যত্ন নিয়ে খেলছে ওরা। সেক্ষেত্রে অবশ্যই তাদের চ্যাম্পিয়নস লিগ জেতার সম্ভাবনা আছে। তবে সেই সম্ভাবনা আছে বাকি তিন দলেরও।